Kolkata Meto Recruitment: পরীক্ষা ছাড়াই জেনারেল ম্যানেজার পদে নিয়োগ হবে কলকাতা মেট্রোয়! জানুন কীভাবে আবেদন করবেন

Kolkata Meto Recruitment: মনে রাখবেন, এই ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও সংস্থার অবসর প্রাপ্ত কর্মী বা রেলওয়েতে কাজ করেছেন এমন ব্যক্তি অগ্রাধিকার পাবেন।

Kolkata Meto Recruitment: পরীক্ষা ছাড়াই জেনারেল ম্যানেজার পদে নিয়োগ হবে কলকাতা মেট্রোয়! জানুন কীভাবে আবেদন করবেন

Jun 06, 2025 | 5:56 PM

কলকাতায় মেট্রোয় নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। পরীক্ষা নয়, নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

নিয়োগ করা হবে জেনারেল ম্যানেজার বা এক্সপার্ট পদের জন্য। তালিকায় রয়েছে সিগন্যাল ও টেলিকম বিভাগ। তবে এই চাকরি স্থায়ী নয়। নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে ছয় মাসের জন্য নিয়োগ করা হবে। চাকরির মেয়াদ হবে ৬ মাস। পরে প্রয়োজন অনুসার সেই মেয়াদ বাড়ানো হতে পারে। শূন্যপদ একটি। আবেদন করতে পারবেন কেবলমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই।

মনে রাখবেন, এই ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও সংস্থার অবসর প্রাপ্ত কর্মী বা রেলওয়েতে কাজ করেছেন এমন ব্যক্তি অগ্রাধিকার পাবেন।

প্রার্থীর বয়স হতে হবে ৬০ থেকে ৬২ বছরের মধ্যে।

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে হোমপেজে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে আবেদনের সব নিয়ম স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। মনে রাখবেন আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুন।