কলকাতা: রাজ্যে ফের তৈরি হচ্ছে একাধিক কর্মসংস্থানের সুযোগ। এবার কলকাতা পুরসভায় শুরু হল কর্মসংস্থানের সুযোগ। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর, প্রজেক্ট অ্যাসোসিয়েট সহ একাধিক পদে নিয়োগ করা হবে।ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী আবেদনকারীরা আগামী ১৪ অক্টোবর অবধি আবেদনপত্র জমা দিতে পারবেন।
কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, মোট ৭টি শূন্যপদ রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর, প্রজেক্ট অ্যাসোসিয়েট সহ একাধিক পদে নিয়োগ করা হবে। সরাসরি kmcgov.in-এর ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে। বেতন শুরু হবে ১১ হাজার টাকা থেকে, সর্বোচ্চ ৪২ হাজার টাকা অবধি বেতন হবে।
সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট- মোট ২টি শূন্যপদ রয়েছে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট (টেকনিক্যাল)- মোট ১টি শূন্যপদ রয়েছে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট (অ্যাডমিনিস্ট্রেশন) -১টি শূন্যপদ রয়েছে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট (আইটি)- ১টি শূন্যপদ রয়েছে।
ডেটা এন্ট্রি অপারেটর- মোট ২টি শূন্যপদ রয়েছে।
আবেদনকারীদের ন্যূনতম স্নাতক, বিই বা বিটেক ডিগ্রি, এমবিএ বা সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করতে হবে।
সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েটের ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর বা সিভিল আর্কিটেকচার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট (টেকনিক্যাল)- পরিবেশ বিজ্ঞানে বা সিভিল আর্কিটেকচারের ডিগ্রি থাকতে হবে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট (আইটি)- কম্পিউটার সায়েন্সে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে।
ডেটা এন্ট্রি অপারেটর- যেকোনও বিষয়ে স্নাতক হতে হবে।
সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট- ৪২ হাজার টাকা।
প্রজেক্ট অ্যাসোসিয়েট (টেকনিক্যাল)- ৩৫ হাজার টাকা।
প্রজেক্ট অ্যাসেসিয়েট (অ্যাডমিনিস্ট্রেটর)- ৩৫ হাজার টাকা।
প্রজেক্ট অ্যাসোসিয়েট (আইটি)- ৩৫ হাজার টাকা।
ডেটা এন্ট্রি অপারেটর- ১১ হাজার টাকা।
আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ডেটা এন্ট্রি অপারেটরদের ক্ষেত্রে আবেদনকারীর সর্বাধিক বয়স ৩০ বছর অবধি হবে।