কলকাতা: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগ করা হচ্ছে কলকাতা পুলিশে। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির চালক পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট kolkatapolice.gov.in– এ গিয়ে আবেদন জানাতে পারেন।
কলকাতা পুলিশের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড্রাইভার বা গাড়ির চালক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৪১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
আবেদন পাঠানোর শেষ তারিখ ৯ অক্টোবর।
ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্য়মে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদনকারীকে সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনকারীদের ফর্ম পূরণ করে ড্রপ বক্সে জমা দিতে হবে। আবেদন জমা দিতে হবে এই ঠিকানায়-
পুলিশ ট্রেনিং স্কুল, ২৪৭, এজেসি বোস রোড, কলকাতা-৭০০০২৭।
ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। বাছাই করা প্রার্থীদের কলকাতা পুলিশের হাসপাতাল থেকে মেডিক্যাল টেস্ট করানো হবে।