Kolkata Port Trust Recruitment 2022: বেতন ৩০ হাজার টাকা, কলকাতা পোর্ট ট্রাস্টে চলছে নিয়োগ, আবেদন করুন এখনই
Central Government Job: কলকাতার শ্য়ামা প্রসাদ মুখোপাধ্যায় বন্দরে এগজিকিউটিভ অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হবে।
কলকাতা: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করার দারুণ সুযোগ তৈরি করে দিল কলকাতা পোর্ট ট্রাস্ট। গত সপ্তাহেই কলকাতা পোর্ট ট্রাস্টের তরফে প্রকাশ করা হয় নিয়োগের বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, কলকাতার শ্য়ামা প্রসাদ মুখোপাধ্যায় বন্দরে এগজিকিউটিভ অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি অফলাইনে এই শূন্যপদে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-
নিয়োগ– শ্য়ামা প্রসাদ মুখোপাধ্যায় বন্দর
বিভাগ– শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ
শূন্যপদের সংখ্য়া– মোট ১০টি শূন্য়পদে নিয়োগ করা হবে।
কর্মস্থল– কলকাতা
বেতন– এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন হবে ৩০ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে কলা, বাণিজ্য বা বিজ্ঞান শাখায় স্নাতক হতে হবে। এছাড়া অবশ্যই কম্পিউটার চালাতে জানতে হবে।
বয়সসীমা-
আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে পারে। তবে ওবিসিদের ক্ষেত্রে ৩ বছর ও জনজাতি-উপজাতির ক্ষেত্রে ৫ বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে।
নিয়োগ পদ্ধতি-
দক্ষতার পরীক্ষা ও ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থী বাছাই করা হবে।
আবেদন শুরুর তারিখ-
গত ২৫ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ তারিখ-
আগামী ৩১ ডিসেম্বর অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।