রাজ্যে চাকরির বড় সুযোগ। পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিস্তারিত তথ্য জেনে নিন।
মোট শূন্যপদ :
৫ টি পদে নিয়োগ করা হবে। জেনারেল ক্যাটেগরির প্রার্থীর জন্য ১ টি পদ, UR (EC)-র জন্য ১ টি, SC(ECপ্রা) ক্যাটেগরির প্রার্থীদের জন্য ১ টি, তফসিলি উপজাতিদের জন্য ১ টি ও OBC A ক্যাটেগরির প্রার্থীর জন্য ১ টি শূন্যপদ রয়েছ।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে লাইব্রেরি ও তথ্য় বিজ্ঞানে স্নাতক হতে হবে। এর পাশাপাশি লাইব্রেরিয়ান পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলায় দক্ষতা থাকা অত্যাবশ্যক। বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।
দুই বছরের চুক্তির ভিত্তিতে এই লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা :
২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষণের সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন :
বেসিক পে লেভেল ১০ অনুযায়ী ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত হতে হবে।
আবেদন পদ্ধতি :
এই পদের জন্য অফলাইনেই করা যাবে আবেদন। প্রথমে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর তা যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র। আবেদনপত্র ও নথিপত্র ভর্তি খামের উপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা লিখতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
The District Library Officer, Paschim Medinipur, Office of the District Library Officer, At-DRDA Building (2nd Floor), Zilla Parishad Campus, Midnapore-721101
প্রয়োজনীয় নথিপত্র :
সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
আধার কার্ড / ভোটার কার্ডের ফোটোকপি
বয়সের প্রামাণ্য নথির ফোটোকপি
অভিজ্ঞতার সার্টিফিকেট
কাস্ট সার্টিফিকেট
২ কপি পাসপোর্ট সাইজের ছবি
আবেদন করার শেষ তারিখ :
আগ্রহী প্রার্থীরা ১৫ জুলাই পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারেন
বিস্তারিত জানতে ক্লিক করুন