LIC Recruitment: একাধিক পদে নিয়োগ করবে LIC, কী যোগ্যতা লাগবে জানুন

Sukla Bhattacharjee |

Dec 27, 2023 | 7:31 AM

LIC: এলআইসি-র হাউসিং ফিন্যান্স লিমিটেডে মোট ২৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট lichousing.com দেখুন।

LIC Recruitment: একাধিক পদে নিয়োগ করবে LIC, কী যোগ্যতা লাগবে জানুন
এলআইসি।

Follow Us

নয়া দিল্লি: একাধিক পদে নিয়োগ করবে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন (LIC)। এলআইসি-র হাউসিং ফিন্যান্স লিমিটেডে মোট ২৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট lichousing.com দেখুন।

শূন্যপদ

এলআইসি-র হাউসিং ফিন্যান্স লিমিটেডে মোট ২৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। মূলত, শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।

বয়সসীমা

শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীদের বয়স ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা এলআইসি-র হাউসিং ফিন্যান্স লিমিটেডের শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে পারেন। যে কোনও শাখার স্নাতক উত্তীর্ণরা আবেদন জানাতে পারবেন।

আবেদন ফি

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি ৯৪৪ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতির প্রার্থীদের আবেদন ফি ৭০৮ টাকা এবং মহিলা প্রার্থীদের জন্য ৪৭২ টাকা আবেদন ফি রাখা গিয়েছে। অনলাইন ফি দিতে হবে।

কীভাবে নির্বাচন হবে?

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষায় ১০০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। যার মধ্যে বেসিক ব্যাঙ্কিং, বিনিয়োগ এবং বিমাসংক্রান্ত প্রশ্ন থাকবে এই লিখিত পরীক্ষায়। এছাড়া কম্পিউটার, ইংরেজির উপরেও প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নথি যাচাই হবে এবং প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।

Next Article