মুম্বই: যেসব চাকরিপ্রার্থীরা পুলিশে চাকরি করার স্বপ্ন দেখেন, তাদের জন্য সুখবর। মহারাষ্ট্র পুলিশের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কনস্টেবল পদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইনে policerecruitment2022.mahait.org এবং mahapolice.gov.in ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ৩০ নভেম্বর অবধি আবেদন করা যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ১৮ হাজার ৩৩১ জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাস করে থাকতে হবে। ড্রাইভার পদের জন্য আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
বয়স
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্য হতে হবে। সংরক্ষিতদের আবেদনের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি
আবেদনকারীদের প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে নিজের অ্যাকাউন্টে লগইন করতে হবে।
যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময় কোনও ভুল তথ্য দেওয়া চলবে না।
ভবিষ্যতে ব্যবহারের জন্য ফর্মের প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।