Asha Worker Recruitment: মাধ্যমিক পাশ হলে আশাকর্মী পদে চাকরি, মহিলাদের জন্য বড় সুযোগ সরকারের

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 14, 2022 | 9:30 AM

West Bengal Jobs: মালদা জেলার চাঁচোল মহকুমার বিভিন্ন ব্লকে আশাকর্মীদের নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৬৯ টি শূন্যপদ রয়েছে।

Asha Worker Recruitment: মাধ্যমিক পাশ হলে আশাকর্মী পদে চাকরি, মহিলাদের জন্য বড় সুযোগ সরকারের
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: রাজ্যে কর্মসংস্থানের বড় অভাব রয়েছে। বেশ কিছুদিন ধরেই করোনার কারণে বেসরকারি ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরেও থমকে ছিল নিয়োগ প্রক্রিয়া। করোনা সংক্রমণ কমে যাওয়া সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এবার মালদা জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মালদা জেলার চাঁচোল মহকুমার বিভিন্ন ব্লকে আশাকর্মীদের নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৬৯ টি শূন্যপদ রয়েছে। ১৮ জুলাই ২০২২ অবধি এই পদে আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি ও প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত যাবতীয় তথ্য নিচে আলোচনা করা হল।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র চাঁচোল মহকুমায় বসবাসকারীরাই এই পদে আবেদন করতে পারবেন।

বয়স: ০১/০১/২০২২ অনুযায়ী আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ST, SC, ও OBC প্রার্থীদের বেলায় আবেদনের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র যোগ করে বিডিও অফিসে থাকা ড্রপবক্সে জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথি: ১) ঠিকানার প্রমাণপত্র ২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৩) প্রার্থীর বয়সের প্রমাণপত্র ৪) প্রার্থীয় জাতিগত শংসাপত্র ৫) সাম্প্রতিক তোলা ও সই করা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। ৬) ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স কপি ৭) বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট, বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র এবং বিবাহ বিচ্ছিন্না হলে তাঁর শংসাপত্র।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Next Article