
নয়া দিল্লি: চাকরির দারুণ সুযোগ। ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিন্যান্সিং ইনফ্রাস্টাকচার অ্যান্ড ডেভেলপমেন্টের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ ১৩ নভেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিন্যান্সিং ইনফ্রাস্টাকচার অ্যান্ড ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট nabfid.org- এ গিয়ে আবেদন করতে পারবেন।
ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিন্যান্সিং ইনফ্রাস্টাকচার অ্যান্ড ডেভেলপমেন্টের তরফে জানানো হয়েছে, মোট ৫৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
লেন্ডিং অপারেশন- ১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
হিউম্যান রিসোর্স- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইনভেস্টমেন্ট অ্য়ান্ড ট্রেজারি- ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অপারেশন- ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন- ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
রিস্ক ম্যানেজমেন্ট- ১০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
লিগাল- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স- ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
অ্যাকাউন্টস- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
স্ট্রাটেজিক ডেভেলপমেন্ট অ্য়ান্ড পার্টনারশিপ- ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইকোনমিস্ট- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে এই শূন্যপদে কর্মী নিয়োগের পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার ১০ দিন আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে শূন্যপদের ন্যূনতম বয়স ২১ বছর ও সর্বাধিক বয়স ৩২ বছর।
এই শূন্য়পদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।