
নয়া দিল্লি: ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিনান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট (NaBFID) বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে। যার মধ্যে এইচআর, ইনভেস্টমেন্ট এবং ট্রেজারি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন-সহ প্রায় ৬০টি পদ রয়েছে। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট nabfid.org-এ গিয়ে আবেদন করতে পারেন।
শূন্যপদের বিবরণ
ঋণদান পরিচালক- ১৫টি শূন্যপদ।
হিউম্যান রিসোর্স বা এইচআর – ২টি শূন্যপদ
ইনভেস্টমেন্ট এবং ট্রেজারি- ৪টি শূন্যপদ।
ইনফরমেশন টেকনোলজি এবং অপারেশনস- ৪টি শূন্যপদ।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন- ৭টি শূন্যপদ।
রিস্ক ম্যানেজমেন্ট- শূন্যপদ ১০টি।
আইনসংক্রান্ত উপদেষ্টা- ২টি শূন্যপদ।
ইন্টারনাল অডিট এবং কমপ্লায়েন্সেস- ৫টি শূন্যপদ।
অ্যাকাউন্টস- ২টি শূন্যপদ।
স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ- ৪টি শূন্যপদ।
ইকোনমিস্ট বা অর্থনীতিবিদ- ১টি শূন্যপদ।
আবেদনকারীদের বয়সসীমা
প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর স্থির করা হয়েছে।
পরীক্ষার দিন
ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিনান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্টে (National Bank for Financing Infrastructure and Development) অ্যানালিস্ট গ্রেডে নিয়োগের পরীক্ষা সম্ভবত ২০২৩ সালের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে হতে পারে।
কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে nabfid.org অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার Apply লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার আবেদনপত্র পূরণ করুন।
৪) আবেদনপত্র পূরণে পর প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
৫) এবার আবেদনপত্র জমা করে অনলাইনে ফি জমা করুন।
৬) আবেদনপত্র জমা হয়ে গেলে সেটির প্রিন্ট আউট নিন।