NCDC Recruitment 2022: মিলবে আকর্ষণীয় বেতন, ৫২টি শূন্যপদে নিয়োগ করবে এই সরকারি সংস্থা, আবেদন করুন এখনই

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 18, 2022 | 8:00 AM

NCDC Recruitment 2022: এনসিডিসির তরফে জানানো হয়েছে, মোট ৫২টি শূন্যপদ রয়েছে। আগ্রহী আবেদনকারীরা আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন।

NCDC Recruitment 2022: মিলবে আকর্ষণীয় বেতন, ৫২টি শূন্যপদে নিয়োগ করবে এই সরকারি সংস্থা, আবেদন করুন এখনই
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: করোনাকালে চাকরি খুইয়েছিলেন লক্ষাধিক মানুষ। তারপর থেকেই হন্যে হয়ে চাকরি খুঁজছেন অনেকে। তবে বর্তমানে সরকারি-বেসরকারি একাধিক ক্ষেত্রে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল আরও একটি সরকারি সংস্থা। ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনসিডিসি-র তরফে জানানো হল একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই শূন্যপদে নিয়োগের জন্য। আবেদন জানানোর শেষ তারিখ আগামী ৩১ অক্টোবর। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য জানার জন্য এনসিডিসি-র অফিশিয়াল ওয়েবসাইট  ncdc.in- এ গিয়ে লগ ইন করতে পারেন।

এনসিডিসির তরফে জানানো হয়েছে, মোট ৫২টি শূন্যপদ রয়েছে। আগ্রহী আবেদনকারীরা আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন।

শূন্যপদের সংখ্য়া-

মোট শূন্যপদ– ৫২

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর- ১টি শূন্যপদ রয়েছে।

সিনিয়র কনসাল্টেন্ট– ১টি শূন্য়পদ রয়েছে।

কনসাল্টেন্ট– মোট ৭টি শূন্যপদ রয়েছে।

প্রফেশনাল– মোট ৪৩টি শূন্যপদ রয়েছে।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী আবেদনকারীদের প্রয়োজনীয় নথির সঙ্গে ছবি দিয়ে career@ncdc.in– এ আবেদনপত্র পাঠাতে হবে। মনে রাখতে হবে, সমস্ত নথিই সেল্ফ অ্যাটেস্টেড হতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর।

Next Article