‘নয়া দিল্লি: করোনাকালে চাকরি খুইয়েছিলেন লক্ষাধিক মানুষ। তারপর থেকেই হন্যে হয়ে চাকরি খুঁজছেন অনেকে। তবে বর্তমানে সরকারি-বেসরকারি একাধিক ক্ষেত্রে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল আরও একটি সরকারি সংস্থা। ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনসিডিসি-র তরফে জানানো হল একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই শূন্যপদে নিয়োগের জন্য। আবেদন জানানোর শেষ তারিখ আগামী ৩১ অক্টোবর। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য জানার জন্য এনসিডিসি-র অফিশিয়াল ওয়েবসাইট ncdc.in- এ গিয়ে লগ ইন করতে পারেন।
এনসিডিসির তরফে জানানো হয়েছে, মোট ৫২টি শূন্যপদ রয়েছে। আগ্রহী আবেদনকারীরা আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন।
মোট শূন্যপদ– ৫২
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর- ১টি শূন্যপদ রয়েছে।
সিনিয়র কনসাল্টেন্ট– ১টি শূন্য়পদ রয়েছে।
কনসাল্টেন্ট– মোট ৭টি শূন্যপদ রয়েছে।
প্রফেশনাল– মোট ৪৩টি শূন্যপদ রয়েছে।
আগ্রহী আবেদনকারীদের প্রয়োজনীয় নথির সঙ্গে ছবি দিয়ে career@ncdc.in– এ আবেদনপত্র পাঠাতে হবে। মনে রাখতে হবে, সমস্ত নথিই সেল্ফ অ্যাটেস্টেড হতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর।