NCERT Recruitment 2023: NCERT-তে ৩৪৭ শূন্যপদে চলছে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ জেনে নিন…

NCERT Recruitment 2023: ন্য়াশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নন-অ্যাকাডেমিক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৩৪৭ টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।

NCERT Recruitment 2023: NCERT-তে ৩৪৭ শূন্যপদে চলছে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ জেনে নিন...
ফাইল চিত্র

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 28, 2023 | 7:50 AM

নয়া দিল্লি: সরকারি চাকরি করতে চান? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। কেন্দ্রীয় সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। ন্য়াশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এনসিইআরটি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নন-অ্যাকাডেমিক পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

ন্য়াশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নন-অ্যাকাডেমিক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৩৪৭ টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে এই শূন্যপদে আবেদন জানাতে হবে। আগামী ২৯ এপ্রিল থেকে এই শূন্যপদে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। আগামী ৬ মে অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।

 

শূন্যপদ-

লেভেল ১০ থেকে ১২- মোট ৩৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

লেভেল ৬ থেকে ৮- মোট ৯৯টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।

লেভেল ২ থেকে ৫ – মোট ২১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী আবেদনকারীরা NCERT-র অফিসিয়াল ওয়েবসাইট ncert.nic.in -তে গিয়ে আবেদন জানাতে পারবেন।