নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ন্যাশনাল হাউসিং ব্য়াঙ্কের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ন্যাশনাল হাউসিং ব্য়াঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট nhb.org.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন।
ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের তরফে অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৪৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৮ অক্টোবর।
নির্বাচন পদ্ধতি-
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য় আবেদনকারীদের ৮৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের মাত্র ১৭৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে।