নয়া দিল্লি: হিন্দি ভাষায় দক্ষ? যারা হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছেন, তাঁদের জন্য সুখবর। ১ লক্ষ টাকার মাসিক বেতনে সরকারি চাকরির সুযোগ রয়েছে। ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক (NHB) বিভিন্ন পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। স্নাতক থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। ২৮ সেপ্টেম্বর, ২০২৩ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৮ অক্টোবর, ২০২৩ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আগ্রহী প্রার্থীরা NHB-র অফিসিয়াল ওয়েবসাইট nhb.org.in এর মাধ্যমে আবেদন করতে পারেন।
শূন্যপদ
NHB মোট ৪৩টি পদে নিয়োগ করবে। যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র প্রজেক্ট ফাইন্যান্স এবং প্রজেক্ট ফাইন্যান্স অফিসার পদে নিয়োগ করা হবে।
বয়স
পদ অনুসারে প্রার্থীদের বয়স ভিন্ন। তবে সর্বনিম্ন বয়স ২১ বছর ও সর্বোচ্চ বয়স ৬০ বছর রাখা হয়েছে। তবে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কের (NHB) শর্তাবলী অনুযায়ী প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল আই (জেনারলিস্ট হিন্দি) পদের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি মাধ্যমে সংশ্লিষ্ট ট্রেডে ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক ও ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে। SC, ST এবং প্রতিবন্ধী বিভাগ থেকে আগত প্রার্থীদের ৫ শতাংশ ছাড় রয়েছে।
সিনিয়ার প্রজেক্ট ফাইন্যান্স অফিসার পদের জন্য স্নাতক পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ফাইন্যান্স অফিসার পদের জন্যও স্নাতক পাশ-সহ সংশ্লিষ্ট ট্রেডে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর চিফ ফাইন্যান্সিয়ালের জন্য মাত্র ১টি পদ আছে। এই পদে প্রার্থীদের অবশ্যই সিএ পাশ হতে হবে।
আবেদন ফি
ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কের (NHB) পদে আবেদনের জন্য সাধারণ, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি ৮৫০ টাকা। SC, ST শ্রেণীর আবেদন ফি ১৭৫ টাকা। প্রার্থীরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি প্রদান করতে পারেন।
বেতনক্রম
NHB-র জেনারেল ম্যানেজার পদের জন্য নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন ১,১৬,১২০ টাকা থেকে ১,২৯,০০০ টাকা। আবার ডেপুটি জেনারেল ম্যানেজারের মাসিক বেতন ৮৯,৮৯০ টাকা থেকে ১,০০,৩৫০ টাকা।
কীভাবে আবেদন করবেন?
১) প্রার্থীরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট nhb.org.in-এ যান।
২) ওয়েবসাইটে আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।
৩) আবেদনপত্র, স্বাক্ষর, ছবি, আইডি প্রুফ সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সাবধানে আপলোড করুন।
৪) অনলাইনে আবেদন ফি পরিশোধ করুন।
৫) এরপরে জমা দেওয়া আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিন।
আরও বিস্তারিত জানতে NHB-র অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক এখনও পরীক্ষার তারিখ প্রকাশ করেনি। যথা সময়ে ওয়েবসাইটে প্রকাশিত হবে।