NEET UG পরীক্ষায় ফুল হাতা পোশাক নিষিদ্ধ, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে জেনে নিন পোশাক-বিধি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 07, 2023 | 12:14 AM

পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। এর মধ্যে প্রার্থীকে ১৮০টি প্রশ্নের সমাধান করতে হবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে।

NEET UG পরীক্ষায় ফুল হাতা পোশাক নিষিদ্ধ, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে জেনে নিন পোশাক-বিধি
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: আজ, ৭ মে মেডিক্যাল কলেজে ভর্তির জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দ্বারা পরীক্ষা নেওয়া হবে। প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী এই পরীক্ষা দেন। অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে দেশের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারচুপি রুখতে এ বছর NEET UG-এর পরীক্ষার্থীদের জন্য বিশেষ ড্রেস কোড জারি করেছে NTA। কী ড্রেস কোড করা হয়েছে দেখে নিন একনজরে…

NEET UG পরীক্ষার ড্রেস কোড

১)মহিলা প্রার্থীদের হাফ হাতা টপ বা পোশাক পরতে হবে। ফুল হাতা জামা পরা নিষিদ্ধ।

২) পরীক্ষাকেন্দ্রে কোনও ফ্যাশনেবল পোশাক পরা নিষিদ্ধ।

৩) পরীক্ষাকেন্দ্রে স্যান্ডেল বা চপ্পল পরে ঢুকতে হবে। জুতো পরা অনুমোদিত নয়।

৪) মহিলা প্রার্থীদের কানের দুল, নেকলেস, ব্রেসলেট এবং অ্যাঙ্কলেটের মতো অলঙ্কার পরা নিষিদ্ধ।

৫) পুরুষ প্রার্থীরা হাফ হাতা শার্ট বা টি-শার্ট পরতে পারবেন। এছাড়াও ট্রাউজার এবং সাধারণ প্যান্ট অনুমোদিত।

৬) কোনও কুর্তা পায়জামা অনুমোদিত নয়।

৭) NEET পরীক্ষার হলে মহিলাদের মতো পুরুষদেরও শুধুমাত্র স্যান্ডেল এবং চপ্পল অনুমোদিত। জুতো কঠোরভাবে নিষিদ্ধ।

NEET UG পরীক্ষার বিবরণ

NEET UG পরীক্ষা দুপুর ২টো থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত হবে। NEET 2023 পরীক্ষার সময়কাল ৩ ঘণ্টা ২০ মিনিট। পরীক্ষার হলের আসনে বসার জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে প্রবেশপত্র দেওয়া হবে। পরীক্ষার হলে প্রবেশের শেষ সময় হবে দুপুর দেড়টা। পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। এর মধ্যে প্রার্থীকে ১৮০টি প্রশ্নের সমাধান করতে হবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে।

প্রসঙ্গত, NEET UG 2023 পরীক্ষা ৭ মে, ২০২৩ তারিখে হবে। এই পরীক্ষাটি দেশের ৪৯৯টি শহর এবং ভারতের বাইরে ১৪টি শহরে হবে।

Next Article