নয়া দিল্লি: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনে শক্তি মন্ত্রকে মিলছে চাকরির সুযোগ। শক্তি মন্ত্রকের অধীনস্থ এনএইচপিসি লিমিটেডে চলছে কর্মী নিয়োগ। এনএইচপিসি লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপারভাইসর, অ্যাকাউন্টেন্ট সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। গত ৯ জুন থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই শূন্যপদে আবেদন জানানোর শেষ তারিখ ৩০ জুন। আগ্রহী আবেদনকারীরা এনএইচপিসি-র অফিসিয়াল ওয়েবসাইট www.nhpcindia.com – এ গিয়ে আবেদন জানাতে পারেন।
এনএইচপিসি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৩৮৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)- মোট ১৪৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিকাল)- মোট ৭৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)- মোট ৬৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)- মোট ১০টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
সুপারভাইসর (আইটি)- মোট ৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সুপারভাইসর (সার্ভে)- মোট ১৯টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
সিনিয়র অ্যাকাউন্টেন্ট- মোট ২৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
হিন্দি অনুবাদক- মোট ১৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ড্রাফ্টসম্যান (সিভিল)- মোট ১৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ড্রাফ্টসম্যান (ইলেকট্রিকাল/মেকানিকাল)- ৮টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
এই শূন্যপদে আবেদনের জন্য জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ২৯৫ টাকা আবেদন ফি দিতে হবে। তবে জনজাতি,উপজাতি, বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
অনলাইন পরীক্ষার মাধ্য়মে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।