কলকাতা: রাজ্যে ফের কর্মসংস্থানের সুযোগ। সরকারি হাসপাতালে চলছে নিয়োগ। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে প্রকাশিত করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এই সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। গত ২৫ নভেম্বর এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ আগামী ৯ ডিসেম্বর ২০২২। আগ্রহী আবেদনকারীরা অফলাইনে স্পিড পোস্ট বা সরাসরি আবেদন জমা দিতে পারেন।
পদের নাম– নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে
ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে।
মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।
এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন শুরু হবে ১৩ হাজার টাকা থেকে।
১৮ বছরের উর্ধ্বে এই পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর।