North Central Railways Recruitment: দশম শ্রেণি পাশেই রেলে চাকরির সুযোগ, এই তারিখের মধ্যে করুন আবেদন

North Central Railways Recruitment: নর্থ সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, মোট ১৬৬৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আরআরসির প্রয়াগরাজের অফিসে এই কর্মীদের নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি রেলের অফিসিয়াল ওয়েবসাইট rrcpryj.org- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

North Central Railways Recruitment: দশম শ্রেণি পাশেই রেলে চাকরির সুযোগ, এই তারিখের মধ্যে করুন আবেদন
ফাইল চিত্রImage Credit source: facebook

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 17, 2023 | 7:28 AM

নয়া দিল্লি: ভারতীয় রেলে চাকরি করতে চান? তবে দারুণ সুযোগ দিচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে। রেলের তরফে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। গত ১৫ নভেম্বর থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৪ ডিসেম্বর।

নর্থ সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, মোট ১৬৬৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আরআরসির প্রয়াগরাজের অফিসে এই কর্মীদের নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি রেলের অফিসিয়াল ওয়েবসাইট rrcpryj.org- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে আবেদন করার জন্য় আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম বা সমতূল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ৫০ শতাংশ নম্বর নিয়ে। এছাড়া আবেদনকারীদের আইটিআই ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৫ বছর ও সর্বাধিক ২৪ বছর বয়স হতে পারবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, মহিলা ও বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।