Railway Recruitment 2023: দশম পাশে উত্তর-পূর্ব রেলে চাকরির সুযোগ, মাত্র ১০০ টাকা দিয়ে আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 29, 2023 | 6:17 AM

NE Railway: রেলে চাকরি খুঁজছেন? উত্তর-পূর্ব রেলওয়েতে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১০০টির বেশি পদে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত।

Railway Recruitment 2023: দশম পাশে উত্তর-পূর্ব রেলে চাকরির সুযোগ, মাত্র ১০০ টাকা দিয়ে আবেদন করুন
একাধিক পদে নিয়োগ করবে রেল।
Image Credit source: Freepik

Follow Us

নয়া দিল্লি: রেলে চাকরি খুঁজছেন? উত্তর-পূর্ব রেলওয়েতে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১০০টির বেশি পদে নিয়োগ দেওয়া হবে। মূলত, আরআরসি শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত।

কারা আবেদন করতে পারেন?

উত্তর-পূর্ব রেলওয়ের শিক্ষানবিশ পদের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে দশম পাশ করা বাধ্যতামূলক। এছাড়া আইটিআই শংসাপত্র থাকা বাধ্যতামূলক। আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

আবেদন ফি

উত্তর-পূর্ব রেলওয়ের শিক্ষানবিশ পদের জন্য জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের থেকে ১০০ টাকা আবেদন ফি নেওয়া হবে। এছাড়া সংরক্ষণের আওতায় পড়া প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

কীভাবে আবেদন করবেন?

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ner.indianrailways.gov.in-এ যান।
২) ওয়েবসাইটের হোম পেজে সর্বশেষ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করুন।
৩) এবার ভারতীয় রেলওয়ের এনইআর আরআরসি গোরখপুর অ্যাক্ট শিক্ষানবিশ বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪-এর লিঙ্কে যেতে হবে।
৪) পরবর্তী পৃষ্ঠায় গিয়ে প্রয়োজনীয় বিবরণ দিয়ে লগ-ইন করুন।
৫) এবার আবেদনপত্র পূরণ করুন।
৬) আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৭) অনলাইনে আবেদন ফি জমা দিন এবং আবেনপত্রটি জমা করুন।
৮) আবেদনপত্র জমা দেওয়ার পর অবশ্যই প্রিন্ট নেবেন।

Next Article