West Bengal Teacher Jobs: এই স্কুলে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, এখনই আবেদন না করলে হাতছাড়া হবে সুযোগ!

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Mar 16, 2022 | 4:03 PM

Vidyasagar Shishu Niketan: অনেকে বিভিন্ন বেসরকারি স্কুলে শিক্ষকতার কাজ করলেও সেখানে তাদের যে বেতন দেওয়া হয়, বর্তমান সময়ে তা যথেষ্ট নয়।

West Bengal Teacher Jobs: এই স্কুলে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, এখনই আবেদন না করলে হাতছাড়া হবে সুযোগ!
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

পশ্চিম মেদিনীপুর: দীর্ঘ দিন ধরেই সরকারি স্কুল গুলিতে নতুন করে শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। যেসব ছাত্রছাত্রীরা বি.এড, ডি.এড বা ডি.এল.এডের মত শিক্ষকতার প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন। অনেকে বিভিন্ন বেসরকারি স্কুলে শিক্ষকতার কাজ করলেও সেখানে তাদের যে বেতন দেওয়া হয়, বর্তমান সময়ে তা যথেষ্ট নয়। যাঁরা শিক্ষকতার মত মহৎ কাজকে পেশা হিসেবে বেছে নিতে চান তাদের জন্য বড়সড় সুযোগ নিয়ে এল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতন। এটি আএসসি ও আইসিএসই অনুমোদিত একটি ইংরেজি মাধ্যম স্কুল। সেই স্কুলেই বেশ কয়েকটি পদে লোক নেওয়া হবে। সহকারী শিক্ষক (হাই স্কুল), সহকারী শিক্ষক (প্রাথমিক স্কুল), হাই স্কুলের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ হবে।

শিক্ষাগত যোগ্যতা ও শূন্যপদ

  1. সহকারী শিক্ষক (হাই স্কুল): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি পাশের সঙ্গে এনসিটিই অনুমোদিত যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বি.এড পাশ করে থাকতে হবে। শূন্যপদ: ১ টি
  2. সহকারী শিক্ষক (প্রাথমিক স্কুল): এই পদের জন্য ন্যূনতম উচ্চমাধ্যমিক বা স্নাতক পাশ হওয়ার পাশাপাশি কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডি.এল.এড বা বি.এড পাশ হতে হবে। শূন্যপদ: ৩ টি
  3. ল্যাব অ্যাসিস্ট্যান্ট: এই পদে আবেদন করতে হলে বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক। শূন্যপদ: ২ টি
  4. গুরুত্বপূর্ণ যোগ্যতা: আবেদনকারী সকলকে ইংরেজি ভাষায় সড়গড় হওয়ার পাশাপাশি আইসিএসসি বা সিবিএসসি স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক

কীভাবে আবেদন করবেন?

উপরোক্ত পদগুলিতে অনলাইনে আবেদন করা যাবে না। অফলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। বায়োডাটা ও যাবতীয় নথিপত্র একটি খামে ভরে স্কুলের অধ্যক্ষের উদ্দেশে এই ঠিকানায় পাঠাতে হবে। দরখাস্ত অবশ্যই ২২ মার্চের মধ্যে পৌঁছতে হবে।

আবেদনের ঠিকানা: Principal Vidyasagar Shishu Niketan, Rangamati, Vidyasagar University, Paschim Medinipur- 721102

আরও পড়ুন Telangana Girl Died: কী ভয়ানক অবস্থা! পাখি মারার বন্দুক ছোট্ট মেয়ের জীবনে এমন কাণ্ড ঘটাল…

Next Article