যেসব চাকরিপ্রার্থীরা দেশের সেরা সশস্ত্র বাহিনীগুলিতে চাকরির স্বপ্ন দেখেন, তাদের জন্য সুখবর। সশস্ত্র সীমা বল বা এসএসবিতে জেনারেল ডিউটি কনস্টেবল পদে শীঘ্রই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। জানা গিয়েছে, সব মিলিয়ে মোট ৩৯৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে তা বিজ্ঞপ্তি প্রকাশের আগে জানা যায়নি, তবে আবেদন শুরুর ৩০ দিনের মধ্যে আবেদনকারীকে ফর্ম পূরণ করতে হবে। www.ssbrectt.gov.in এই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি বের হবে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…
শিক্ষাগত যোগ্যতা
এই পদে ইচ্ছুক আবেদনকারীদের মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও তাদের দক্ষতা থাকা প্রয়োজন।
বয়স
এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়ছে ছাড় পাবেন। বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
বেতন
এই পদের জন্য ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা বেতন মিলবে।
আবেদন ফি
যেসব আবেদনকারীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। মহিলা ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।