NSCL Recruitment 2023: কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ, এইভাবে আবেদন করুন NSCL-এ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 29, 2023 | 7:23 AM

NSCL Recruitment 2023: ন্য়াশনাল সিডস কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে মোট ৮৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। 

NSCL Recruitment 2023: কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ, এইভাবে আবেদন করুন NSCL-এ
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারি চাকরি করতে চান? তবে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এনএসসিএলের তরফে মোট ৮৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। জুনিয়র অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনি সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। ২৮ অগস্ট থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.indiaseeds.com- এ গিয়ে আবেদন করতে পারেন।

শূন্যপদ-

ন্য়াশনাল সিডস কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে মোট ৮৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে আবেদন করার জন্য় আবেদনকারীকে দশম বা দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। এছাড়া সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে বিই, বি.টেক বা ডিপ্লোমা পাশ করলেও এই এই শূন্যপদে আবেদন করতে পারেন।

নিয়োগ-

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে এই শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১০ অক্টোবর এই শূন্যপদে নিয়োগের সম্ভাব্য তারিখ।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমেই ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.indiaseeds.com- এ ক্লিক করতে হবে।
  • এবার এনএসসি রিক্রুটমেন্ট ২০২৩ অপশনে গিয়ে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করুন।
  • এবার নিউ রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেইল আইডি রেজিস্টার করুন।
  • এরপরে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড আপনার ইমেইল আইডি-মোবাইল নম্বরে এসে যাবে।
  • ওই রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
  • পরের ধাপে আবেদন পত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • এবার অনলাইন মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
  • এরপরে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন জমা পড়ে যাবে।
Next Article