UGC NET Examination 2025: নেট পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াল NTA, শেষ তারিখ কবে?

UGC NET Examination 2025: এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহু ছাত্রছাত্রীর অনুরোধে। UGC NET জুন ২০২৫ পরীক্ষাটি জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) প্রদান, সহকারী অধ্যাপক নিয়োগ, এবং ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তি-র জন্য আয়োজন করা হয়।

UGC NET Examination 2025: নেট পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াল NTA, শেষ তারিখ কবে?

May 09, 2025 | 5:33 PM

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (UGC NET) ২০২৫ সালের জুন সেশনের অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এই বছর নেট প্রার্থীরা ১২ মে, ২০২৫ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in গিয়ে করতে হবে রেজিস্ট্রেশন।

এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহু ছাত্রছাত্রীর অনুরোধে। UGC NET জুন ২০২৫ পরীক্ষাটি জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) প্রদান, সহকারী অধ্যাপক নিয়োগ, এবং ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তি-র জন্য আয়োজন করা হয়।

আবেদন জমাদানের সময়সীমা ছাড়াও, NTA আরও কিছু গুরুত্বপূর্ণ তারিখ সংশোধন করেছে।

১। আবেদন ফি জমার শেষ তারিখ: ১৩ মে, ২০২৫ (রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত)।

২। আবেদন সংশোধনের সময়সীমা: ১৪ মে থেকে ১৫ মে, ২০২৫ (রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত)।

জানা যাচ্ছে, প্রার্থীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা UPI ব্যবহার করে অফিসিয়াল পোর্টালের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। যারা ইতিমধ্যে আবেদন জমা দিয়েছেন কিন্তু কিছু তথ্য সংশোধন করতে চান, তারা নির্ধারিত সময়ের মধ্যে একই ওয়েবসাইটে সংশোধন করতে পারবেন।