NTPC Recruitment 2023: হাতে আর মাত্র কয়েক দিন সময়, NTPC-র এই শূন্যপদে এখনই করুন আবেদন

NTPC Recruitment 2023: এনটিপিসি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫০টিরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যারা এই শূন্যপদে আবেদন করতে চান, তারা এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট  careers.ntpc.co.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

NTPC Recruitment 2023: হাতে আর মাত্র কয়েক দিন সময়, NTPC-র এই শূন্যপদে এখনই করুন আবেদন
ফাইল চিত্র

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 02, 2023 | 7:26 AM

নয়া দিল্লি: সরকারি চাকরি করতে যারা আগ্রহী, তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের (National Thermal Power Corporation Limited)  তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মাইনিং ওভারম্যান থেকে শুরু করে মেকানিক্যাল সুপারভাইসর, একাধিক শূন্য়পদে চলছে কর্মী নিয়োগ। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে সরাসরি এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ আগামী ৫ মে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-

এনটিপিসি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫০টিরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যারা এই শূন্যপদে আবেদন করতে চান, তারা এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট  careers.ntpc.co.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

শূন্যপদ-

মাইনিং ওভারম্যান- মোট ৮৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ওভারম্যান (ম্যাগাজিন)- মোট ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

মেকানিক্যাল সুপারভাইসর- মোট ২২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ইলেকট্রিকাল সুপারভাইসর- ২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ভোকেশনাল ট্রেনিং ইন্সট্রাক্টর- মোট ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

মাইন সার্ভে- মোট ৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

মাইনিং সিরদার- ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্য়পদে আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ডিপ্লোমা পাশ করতে হবে।

আবেদনের তারিখ-

গত ১৯ এপ্রিল থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৫ মে।