কলকাতা: বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ। খাদ্য দফতরে রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে মোট ৩০টি শূন্যপদ রয়েছে। কী ভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন পদ্ধতি, বিস্তারিত তথ্য জেনে নিন…
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ যোগ্যতা এই পদে আবেদন করা যাবে।
বয়স: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি: যেসব প্রার্থীররা রেশন দোকানের ডিলারশিপ নেওয়ার আবেদন করতে চান তাদের ফর্ম সি পূরর্ণ করে ১০০০ টাকা আবেদন ফি-এর স্লিপ সহ স্পিড অথবা রেজিস্টার্ড পোস্ট করে মহকুমা নিয়ামকের কাছে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের জন্য খাদ দফতরের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষদিন– ২৭ জুলাই থেকে ২১ দিনের মধ্যে এই পদে আবেদন করা যাবে।
নিয়োগ স্থান: পূর্ব মেদিনীপুর, মালদা ও উত্তর ২৪ পরগণা জেলার মহকুমা, ব্লক ও পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে। আবেদনকারী সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনের করতে এখানে ক্লিক করুন।