
নয়া দিল্লি: কম শিক্ষাগত যোগ্যতা? তাতে কি হয়েছে? আপনার জন্য রয়েছে সরকারি চাকরির সুযোগ। তাও আবার রেলে চাকরি। পশ্চিম-মধ্য রেলওয়ের তরফে প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ওয়েস্ট-সেন্ট্রাল রেলওয়ের ওয়েবসাইট wcr.indianrailways.gov.in -এ ক্লিক করে আবেদন করতে পারেন। ৩১ ডিসেম্বর থেকে এই শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হয়েছে।
পশ্চিম-মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে, মোট ৩০১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এই শূন্যপদে যারা আবেদন করবেন, তাদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণি পাস হতে হবে। এছাড়া আবেদনকারীর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের বয়সসীমা ১৫ বছর থেকে ২৪ বছর ধার্য করা হয়েছে।
এই শূন্যপদে আবেদন করার জন্য ১৩৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলা আবেদনকারীদের মাত্র ৩৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
প্রথমে পশ্চিম-মধ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in- এ ক্লিক করতে হবে।
এবার হোমপেজে নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
এবার নাম রেজিস্টার করে অ্যাকাউন্টে লগ ইন করুন।
পরের ধাপে আবেদন ফি জমা দিন।
এবার সাবমিট অপশনে ক্লিক করুন।