
সম্প্রতি প্রকাশ হয়েছে রেলওয়েতে নিয়োগের বিজ্ঞপ্তি। রেলওয়ে নিয়োগ বোর্ড (RRB) টেকনিশিয়ান গ্রেড I এবং III পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানিয়েছে খুব শীঘ্রই বিস্তারিত বিজ্ঞাপনও প্রকাশ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে মোট ৬১৮০টি পদ পূরণ করা হবে। আবেদন প্রক্রিয়া ২৮ জুন থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে বলেও জানা গিয়েছে। RRB-র অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে। এই টেকনিশিয়ান গ্রেড I এবং III পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে কত টাকা বেতন পাবেন?
প্রকাশিত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬০০০টি পদ টেকনিশিয়ান গ্রেড III এবং ১৮০টি পদ গ্রেড I এর জন্য সংরক্ষিত। টেকনিশিয়ান গ্রেড-1 (সিগন্যাল) পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং-এ BE/B.Tech, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা B.Sc ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, টেকনিশিয়ান গ্রেড-3 পদের জন্য আবেদনকারীর ১০ম শ্রেণি পাশ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ITI যোগ্যতা থাকতে হবে।
RRB Technician Recruitment 2025 Salary: রেলওয়েতে টেকনিশিয়ানের বেতন কত?
গ্রেড ১ (সিগন্যাল) পদের জন্য নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ২৯,২০০ টাকা বেতন পাবেন। অন্যদিকে, টেকনিশিয়ান গ্রেড ৩ পদের জন্য প্রার্থী ১৯,৯০০ টাকা মাসিক বেতন পাবেন। সঙ্গে থাকবে মেডিকেল সুবিধাসহ রেলওয়ের দেওয়া অন্যান্য ভাতা। টেকনিশিয়ান গ্রেড ১ (সিগন্যাল) কে পে লেভেল ৫-এ রাখা হয়েছে, এবং টেকনিশিয়ান গ্রেড ৩ কে পে লেভেল ২-এ।
কীভাবে আবেদন করবেন?
১। RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in -এ যান।
২। হোমপেজে দেওয়া ‘RRB Technician Recruitment 2025’ লিংকে ক্লিক করুন।
৩। এরপর রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম পূরণ করুন।
৪। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন ও ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করুন।
RRB টেকনিশিয়ান পদের জন্য নির্বাচনের প্রক্রিয়ায় প্রথম হবে CBT (কম্পিউটার বেসড টেস্ট)। সেটিতে পাস করলে মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট যাচাই করা হবে। পরীক্ষায় সফল প্রার্থীরাই পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবেন। পরীক্ষার জন্য সকল রেজিস্টার্ড প্রার্থীদের অ্যাডমিট কার্ডও ইস্যু করা হবে।\