KMC Recruitment: ফের নিয়োগ করা হচ্ছে কলকাতা পৌরনিগমে, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে প্রার্থী নির্বাচন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 02, 2023 | 8:33 AM

KMC Recruitment: কলকাতা পৌরনিগমে ফের নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

KMC Recruitment: ফের নিয়োগ করা হচ্ছে কলকাতা পৌরনিগমে, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে প্রার্থী নির্বাচন
ফাইল ছবি

Follow Us

রাজ্যে পরপর চাকরির সুযোগ। বেশিরভাগই সরকারি চাকরি। এতদিন ধরে যাঁরা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাঁদের সামনে বড় সুযোগ। কলকাতা পৌরনিগমে স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা ১৫ মার্চের আগে অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারেন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

কলকাতা পৌর নিগম (Kolkata Municipal Corporation)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

পদের নাম:

স্টাফ নার্স (Staff Nurse) পদে নিয়োগ করা হচ্ছে

শূন্যপদের সংখ্যা:

মোট ৩০ টি পদে নিয়োগ করা হবে

বেতন:

প্রতি মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের কলকাতার জন্যই করা হয় নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা:

KMC-র বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের নার্সিংয়ে জিএনএম, বি.এসসি পাশ করতে হবে।

বয়সসীমা:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।

আবেদনমূল্য:

এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না প্রার্থীদের।

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহিত Chief Municipal Health Officer, Kolkata Municipal Corporation CMO Bldg-5, S.N, Banerjee Road, Kolkata-700013 ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ:

১৫ মার্চের মধ্যে করতে হবে আবেদন।

 

Next Article