
চাকরির বাজারে ভাটা! নানাবিধ ওয়েবসাইট থেকে সংবাদপত্র, কর্মখালির বিজ্ঞাপন দেখলেই আবেদনের পাহাড়। এরইমধ্যে এবার চাকরির খোঁজ পূর্ব মেদিনীপুরে। জেলার অনগ্রসর শ্রেণি কল্যাণ ও উপজাতি উন্নয়ন দফতরের তরফে ইতিমধ্যেই সাত পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তি সামনে আনা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য মারফত জানা যাচ্ছে মোট ৭টি পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে। বেতন হতে পারে ১২ হাজার টাকার কাছাকাছি। পুরো কাজটাই চুক্তির ভিত্তিতে।
শুরুতেই বলেছিলাম এই পদে আবেদনের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি বলছে অনগ্রসর শ্রেণি কল্যাণ ও উপজাতি উন্নয়ন দফতরের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর, এক্সটেনশন অফিসার, হেড ক্লার্ক, পশ্চিমবঙ্গ সরকারের আপার ডিভিশন ক্লার্করাই এই পদে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার ভিত্তিতে অনগ্রসর শ্রেণি কল্যাণ ও উপজাতি উন্নয়ন দফতরের অবসরপ্রাপ্ত কর্মীরা পাবেন অগ্রাধিকার। তবে বয়স হবে হবে ৬৫ বছরের মধ্যে।
১৯ অগস্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করা যাবে ১ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত। ৯ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের ১২টা হবে ওয়াক-ইন ইন্টারভিউ।
সরকারি বিজ্ঞপ্তি বলছে, সমস্ত প্রয়োজনীয় তথ্যের সঙ্গে অবশ্যই এক কপি ফোটোকপি দিতে হবে আবেদনকারীকে। ১ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে পূর্ব মেদিনীপুরের নিমতৌরির অনগ্রসর শ্রেণি কল্যাণ ও উপজাতি উন্নয়ন দফতরের এক তলায় এ ব্লকে জমা দিতে হবে। তবে ছুটির দিনে আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের পর সমস্ত আবেদনপত্র খতিয়ে দেখার পর সমস্ত শর্ত মানলে তবেই আবেদনকারীদের ওয়াক-ইন ইন্টারভিউতে ডাকা হবে। নিয়োগের ক্ষেত্রে সিকেলশন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। পুরো নিয়োগ প্রক্রিয়াই হবে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি সাপেক্ষে। এই বিষয়ে বিশদ তথ্যের জন্য www.purbamedinipur.gov.in ওয়েবসাইটে নজর রাখতে পারেন।