
নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারি দফতরে নিয়োগের সুযোগ হাতছাড়া করতে চান না চাকরি প্রার্থীরা। এবার এক গুরুত্বপূর্ণ দফতরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হল। ৬৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত সব খুঁটিনাটি তথ্য জেনে রাখা জরুরি।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে অনলাইনে আবেদন করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের জন্য চুক্তি ভিত্তিতে এই নিয়োগ করা হচ্ছে। মোট ৭৪টি শূন্যপদ রয়েছে। এই চাকরিতে প্রতি মাসে মোটা অঙ্কের বেতন পাওয়া যাবে।
cpcb.nic.in-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে চাকরির জন্য। আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। মোট ৭৪টি শূন্যপদের মধ্যে কনসালট্যান্ট এ পদে ১৯টি, কনসালট্যান্ট বি পদে ৫২টি ও কনসালট্যান্ট সি পদে ৩টি শূন্যপদ রয়েছে।
৬৫ বছর বয়সী প্রার্থীরাও এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
কনসালট্যান্ট এ ও বি পদের জন্য এনভায়রনমেন্টার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর অথবা এনভায়রনমেন্টার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হতে হবে। সঙ্গে থাকতে হলে এমএস অফিস সম্পর্কে দক্ষতা। কনসালট্যান্ট সি পদের জন্য এনভায়রনমেন্টার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক বা স্নাতকোত্তর বা পিএইডি ডিগ্রি থাকা প্রয়োজন।
কনসালট্যান্ট এ পদে বেতন মাসে ৬০,০০০ টাকা।
কনসালট্যান্ট বি পদে বেতন মাসে ৮০,০০০ টাকা।
কনসালট্যান্ট সি পদে বেতন মাসে ১,০০,০০০ টাকা।
cpcb.nic.in-এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। সব তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। ফর্মটি ডাউনলোড করে রেখে দিতে হবে। দেরী না করে দ্রুত আবেদন করতে পারেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।