খোদ কলকাতা শহরে কর্মংস্থানের সুযোগ খুলে গেল চাকরি প্রার্থীদের কাছে। আইএসআই কলকাতার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:
ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট কলকাতা (Indian Statistical Institute Kolkata)-তে নিয়োগ করা হচ্ছে।
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের কলকাতাতেই কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীদের।
পদের নাম:
প্রজেক্ট ভিত্তিক কাজ (Project Based Recruitment)
শূন্যপদের সংখ্যা:
মোট ৩ টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
এই শূন্য পদে আবেদনের জন্য প্রার্থী এমই বা এম.টেক (ME/M.Tech) করতে হবে। কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ আইটি বা কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি করতে হবে প্রার্থীদের।
বয়সসীমা:
২০২২ সালের ১ ডিসেম্বর অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন:
প্রতি মাসে বেতন মিলবে ২৮ হাজার টাকা থেকে ৩৬ হাজার টাকা।
নির্বাচন পদ্ধতি:
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
ইন্টারভিউস্থলের ঠিকানা:
Rajat Kr. De, Professor In Charge Computer & Communication Sciences Division, Indian Statistical Institute Kolkata
ইন্টারভিউয়ের দিন:
১৬ ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হবে।
অফিসিয়াল ওয়েবসাইট:
এই নিয়োগ সম্বন্ধে আরও বিশদে জানতে ক্লিক করুন –