KMC Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ কলকাতা পৌরনিগমে, বেতন মাসিক ২০ হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 12, 2023 | 9:10 AM

KMC Recruitment: KMC-তে কর্মী নিয়োগ করা হচ্ছে। ২০ ও ২১ মার্চ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

KMC Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ কলকাতা পৌরনিগমে, বেতন মাসিক ২০ হাজার টাকা
কলকাতা পুরনিগম। ফাইল চিত্র।

Follow Us

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। কলকাতা পৌরনিগমে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কলকাতা পৌরবনিগম। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-

নিয়োগকারী সংস্থা:

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (Kolkata Municipal Coporation)

পদের নাম:

অ্যানালিস্ট, ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ২ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে

শিক্ষাগত যোগ্যতা:

অ্যানালিস্ট পদে নিয়োগের জন্য স্নাতক পাশ করতে হবে প্রার্থীদের

বয়সসীমা:

কলকাতা পৌরনিগমের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করা হবে ১২ মার্চের হিসাবে।

আবেদন মূল্য:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি:

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রার্থীদের।

ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ:

২০ মার্চ ও ২১ মার্চ ইন্টারভিউয়ের দিন স্থির করা হয়েছে। ২০ মার্চ অ্য়ানালিস্ট পদে ইন্টারভিউ এবং ২১ মার্চ ড্রাইভার পদে ইন্টারভিউ স্থির করা হয়েছে।

ইন্টারভিউ স্থল:

Room No.137, 1st Floor , Chpief Municipal Health Officer, CMO Bldg 5, S.N.Banerjee Road, Kolkata – 700013

বেতন :

অ্য়ানালিস্ট পদে মাসিক বেতন ২০ হাজার টাকা।

আর ড্রাইভার পদে মাসিক বেতন ১১,৫০০ টাকা।

Next Article