BECIL Recruitment: দশম পাশেই কেন্দ্রীয় সংস্থায় চাকরি, বেতন কত জানেন?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 26, 2023 | 8:00 AM

BECIL Recruitment: পেশেন্ট কেয়ার অ্য়াটেনডেন্ট ও রিসার্চ অ্য়াসোসিয়েট পদে নিয়োগ করছে BECIL। কলকাতা ও নয়া দিল্লিতে নিয়োগের জন্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের ৬ জুনের মধ্যে করতে হবে আবেদন।

BECIL Recruitment: দশম পাশেই কেন্দ্রীয় সংস্থায় চাকরি, বেতন কত জানেন?
প্রতীকী ছবি

Follow Us

চাকরি প্রার্থীদের জন্য এল বড় আপডেট। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডে(Broadcast Engineering Consultants India Limited) কর্মী নিয়োগ করা হচ্ছে। পেশেন্ট কেয়ার অ্য়াটেনডেন্ট ও রিসার্চ অ্য়াসোসিয়েট পদে নিয়োগ করা হবে। কলকাতা ও নয়া দিল্লিতে নিয়োগের জন্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের ৬ জুনের মধ্যে করতে হবে আবেদন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।

নিয়োগকারী সংস্থা:

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডে(Broadcast Engineering Consultants India Limited)

পদের নাম:

পেশেন্ট কেয়ার অ্য়াটেনডেন্ট ও রিসার্চ অ্য়াসোসিয়েট

শূন্যপদের সংখ্যা:

৮ টি

শিক্ষাগত যোগ্যতা:

পেশেন্ট কেয়ার অ্য়াটেনডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের দশম শ্রেণি পাশ করতে হবে।

রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের আয়ুর্বেদ/ সিদ্ধা/ উনানি/ হোমিওপ্যাথি স্নাতক/ স্নাতকোত্তর পাশ করতে হবে। পাশাপাশি পিএইচডি করতে হবে।

বয়সসীমা:

আগ্রহী প্রার্থীদের ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

বেতন:

পেশেন্ট কেয়ার অ্য়াটেনডেন্ট পদে মাসিক বেতন ১৭ হাজার ৪৯৮ টাকা এবং রিসার্চ অ্যাসোসিয়েট পদে মাসিক বেতন ৪৭ হাজার টাকা।

আবেদনমূল্য:

জেনারেল/OBC/ মহিলা প্রার্থীদের ৮৮৫ টাকা করে ফি দিতে হবে।

SC/ST/EWS/PH প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ৫৩১ টাকা ফি দিতে হবে।

নির্বাচন পদ্ধতি:

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ:

৬ জুন অবধি করা যাবে আবেদন

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

Next Article