Government Jobs: রাজ্যে ব্লক কোঅর্ডিনেটর নিয়োগ, মাসিক বেতন কয়েক হাজার টাকা, শিগগির করুন আবেদন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 13, 2023 | 8:30 AM

Government Jobs: রাজ্যে ব্লক কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে। ২৫ মার্চ পর্যন্ত করা যাবে আবেদন।

Government Jobs: রাজ্যে ব্লক কোঅর্ডিনেটর নিয়োগ, মাসিক বেতন কয়েক হাজার টাকা, শিগগির করুন আবেদন
প্রতীকী ছবি

Follow Us

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। রাজ্যে খুলে গেল কর্ম সংস্থানের নতুন দিশা। ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যে। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্পর্কিত তথ্য বিস্তারিত জেনে নিন-

পদের নাম:

কো-অর্ডিনেটর (আশা) পদে নিয়োগ করা হচ্ছে।

শূন্যপদের সংখ্যা:

মাত্র ১ টি শূন্যপদের জন্য়ই নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোশ্যল সায়েন্স/সোশিয়োলজি/সোশ্যাল অ্যানথ্রপোলজি/সোশ্য়াল ওয়ার্ক/রুরাল ডেভেলপমেন্ট/ ইকনমিকে স্নাতকোত্তর ডিগ্রি পেতে হবে।

বয়সসীমা:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়সের হিসেব করা হবে।

বেতন:

মাসিক ১৫ হাজার টাকা

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র একটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

To the Sub-Divisional Office & Member Secretary, Kharagpur Sub Division, At Kharagpur, P.O- Kharagpur,Dist- Paschim Medinipur, Pin-721301

আবেদনের শেষ তারিখ:

২৫ মার্চ পর্যন্ত করা যাবে আবেদন

নিয়োগ পদ্ধতি:

লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে এই ১ টি শূন্যপদের জন্য

নিয়োগস্থল:

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর-১ নম্বর ব্লকে

এই নিয়োগ সম্বন্ধে আরও জানতে ক্লিক করুন

Next Article