Civic Volunteer Recruitment : সপ্তম পাশেই সিভিক ভলেন্টিয়ারের চাকরি, ১৭ জুন থেকে শুরু হয়েছে আবেদন

Civic Volunteer Recruitment : রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। সপ্তম পাশেই করা যাবে আবেদন। ৮ জুলাই অবধি করা যাবে আবেদন।

Civic Volunteer Recruitment : সপ্তম পাশেই সিভিক ভলেন্টিয়ারের চাকরি, ১৭ জুন থেকে শুরু হয়েছে আবেদন
ছবি: ফাইল চিত্র

| Edited By: অঙ্কিতা পাল

Jun 19, 2022 | 1:14 PM

রাজ্যে এবার সরকারি চাকরির বড় সুযোগ। রাজ্যে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের আপদা মিত্র ট্রেনিং করিয়ে আবেদনকারীদের নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত তথ্য় জেনে নিন…

পদের নাম :

আপদা মিত্র (ভলেন্টিয়ার)

নিয়োগের স্থান :

চূড়ান্ত প্রার্থীদের ঝাড়গ্রাম জেলায় নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে সপ্তম শ্রেণি পাশ করতে হবে। এছাড়াও প্রার্থীকে শারীরিক ও মানসিক দিক থেকে যথেষ্ট সব শক্ত সামর্থ্য হতে হবে। আবেদনকারীকে চিকিৎসকের লেখা ফিটনেস সার্টিফিকেট দিতে হবে।

বয়সসীমা :

২০২২ সালের ১ জুলাই অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি :

অফলাইনেই আবেদন করতে পারবনে চাকরি প্রার্থীরা। এর জন্য আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপর তা প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। খামের উপর লিখতে হবে Application For The Post of….। উল্লেখ্য, প্রার্থীকে আবেদনপত্রে নীল বা কালো কালির পেন ব্যবহার করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

জেলাশাসক ও নিয়ন্ত্রণ অসামরিক প্রতিরক্ষা দফতর, ঝাড়গ্রাম। আগ্রহী প্রার্থীরা সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র :

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র

মেডিক্যাল সার্টিফিকেট

স্কাউটের প্রশিক্ষণ পাওয়া সার্টিফিকেট (যেমন এনসিসি, এনএসএস, এনওয়াইকেএস)

বাসস্থানের শংসাপত্র

নিয়োগ পদ্ধতি :

প্রথমে প্রার্থীদের যাচাই করতে হবে। তারপর নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ১২ দিনের একটি প্রশিক্ষণের পর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন :

১৭ জুন ২০২২ থেকে আবেদন করা শুরু হয়েছে। ২০২২ সালের ৮ জুলাই অবধি করা যাবে আবেদন।

এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন