রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য় সরকারে একাধিক পদে নিয়োগ চলছে। এই আবেদন করা যাবে ১৫ জুলাই অবধি। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
পদের নাম :
কমিউনিটি হেলথ অ্যাসিসটেন্ট-আর্বান (Community Health Assistant-Urban)
মোট শূন্যপদ :
মোট ১৫ টি পদে নিয়োগ করা হবে।
নিয়োগস্থল :
পূর্ব বর্ধমান
শিক্ষাগত যোগ্যতা :
আবেদনকারীকে ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত ও পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড কোনও প্রতিষ্ঠান থেকে এএনএম কোর্স পাস করতে হবে। এর পাশাপাশি বাংলায় সাবলীল হতে হবে। এক্ষেত্রে উল্লেখ্য, একমাত্র এই জেলার স্থায়ী বাসিন্দারাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা :
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন মূল্য :
অসংরক্ষিত প্রার্থীদের ১০০ টাকা করে দিতে হবে। আর সংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ৫০ টাকা।
আবেদন পদ্ধতি :
অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনকারীকে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা :
Office of the Chief Medical Officer of Health, District Health & Family Samity, 1st Floor, Khosbagan, Shyamsayer East, Near Harisabha Hindu Girls School, Purba Bardhaman, Pin – 713101, West Bengal
নির্বাচনের পদ্ধতি :
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হবে।
আবেদন করার শেষ দিন :
১৫ জুলাই অবধি করা যাবে আবেদন।
বেতন :
প্রতি মাসে ১৩ হাজার টাকা।
এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন