রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে (Chittaranjan National Cancer Institute) নিয়োগ করা হচ্ছে। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে CNCI। ওয়াক-ইন ইন্টারভিউয়ে যোগ্যতা প্রমাণ করলেই মিলবে নিয়োগ। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থার নাম:
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (Chittaranjan National Cancer Institute)
পদের নাম:
স্পেশ্যালিস্ট গ্রেড-I কনসালট্যান্ট
শূন্যপদের সংখ্যা:
মোট ৫ টি পদের জন্য নিয়োগ করা হবে।
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের কলকাতাতেই করা হচ্ছে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের DM, DNB, MD করতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। ভিন্ন পদের জন্য বয়সসীমা ভিন্ন ভিন্ন হবে। বয়সের হিসেব করা হবে ২০২৩ সালের ১ অগাস্ট অনুযায়ী।
আবেদনমূল্য:
সব ক্যাটাগরির প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ২০০ টাকা দিতে হবে। ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে করতে হবে পেমেন্ট।
বেতন:
স্পেশ্যালিস্ট গ্রেড-I কনসালট্যান্ট পদে মাসিক বেতন মিলবে ২,৪৮,০০০ টাকা। আর স্পেশ্যালিস্ট গ্রেড-II পদে কনসালট্যান্ট পদে মাসিক বেতন মিলবে ১,৪৮,০০০।
নির্বাচন পদ্ধতি:
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ।
ইন্টারভিউ স্থল:
2nd Campus of Chittaranjan National Cancer Institute, Street No. 299, Plot No. DJ-01, Premises No 02-0321, Action Area-1D, New Town, Rajarhat, Kolkata – 700160
ইন্টারভিউয়ের দিন:
১৬ জানুয়ারি ইন্টারভিউয়ের দিন ঠিক হয়েছে।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.cnci.ac.in/admin-axyz-2022/media/career/63b94f4977233_specialistgrade-iiiconsultant.pdf