Recruitment News: সরকারি চাকরির সুযোগ, বেতন লক্ষাধিক টাকা, কীভাবে আবেদন করবেন জানুন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 22, 2023 | 6:36 AM

Recruitment News: বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ইতিমধ্যেই। সরকারি চাকরির সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। তাই দেরী না করে কোন পদে, কত নিয়োগ জানুন বিস্তারিত তথ্য।

Recruitment News: সরকারি চাকরির সুযোগ, বেতন লক্ষাধিক টাকা, কীভাবে আবেদন করবেন জানুন
প্রতীকী ছবি।
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ প্রার্থীদের জন্য। একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাণিজ্য মন্ত্রকের তরফে। গোটা দেশের যে কোনও জায়গা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে প্রার্থীদের।

কত শূন্যপদ

মোট ৬৭টি শূন্যপদে নিয়োগ হবে। তার মধ্যে ২০টি পদ ইয়ং প্রফেশনালের, ১৪টি সিনিয়র কনসালট্যান্ট ও ১২টি পদ অ্যাসোসিয়েটের ও ২১টি পদ কনসালট্যান্টের।

কীভাবে আবেদন করবেন

চুক্তিভিত্তিতে এই পদগুলিতে নিয়োগ করা হবে। https://commerce.gov.in – অর্থাৎ বাণিজ্য মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইট খুলে “What’s New” অপশনে ক্লিক করতে হবে।

ইয়ং প্রফেশনাল পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩৫ বছরের কম, সিনিয়র কনসালট্যান্ট পদের ক্ষেত্রে ৬৫ বছরের কম, অ্যাসোসিয়েটের ক্ষেত্রে ৪৫ বছরের কম ও কনসালট্যান্ট পদে আবেদনের জন্য ৫০ বছরের কম বয়স হতে হবে।

কোন পদে কত বেতন

ইয়ং প্রফেশনাল- ৬০,০০০
সিনিয়র কনসালট্যান্ট- ৩,৩০,০০০
অ্যাসোসিয়েট- ১,৪৫,০০০
কনসালট্যান্ট- ২,৬৫,০০০

অনলাইনে আবেদন না করতে পারলে মেইলও করা যেতে পারে। recruitment-e2@gov.in- এই মেইল আইডি-তে পাঠাতে হবে আবেদনপত্র।

Next Article