Kanyasree Prakalpa: রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, মাস গেলে মিলবে কয়েক হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 17, 2022 | 8:45 AM

Kanyasree Prakalpa: ডাটা ম্যানেজার পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ ১১ নভেম্বর।

Kanyasree Prakalpa: রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, মাস গেলে মিলবে কয়েক হাজার টাকা
সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। আর ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৮ বছর।

Follow Us

উৎসবের আবহে সুখবর সরকারি চাকরি প্রার্থীদের জন্য। কন্যাশ্রী প্রকল্পে (Kanyasree Prakalpa) রাজ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রকল্পের অধীনে তিন বছরের চুক্তিভিত্তিক ডাটা ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া হল।

পদের নাম:

ডাটা ম্যানেজার (Data Manager) পদে করা হবে নিয়োগ।

শূন্যপদের সংখ্যা:

৩ টি পদে করা হবে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক করতে হবে চাকরিপ্রার্থীদের। এর পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। ২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়সের হিসেব করা হবে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণিরা বয়সে ছাড় পাবেন।

বেতন:

মাস গেলে মিলবে ১১ হাজার টাকা

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই করতে পারেন আবেদন। অনলাইন আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই করা যাবে আবেদন। আর অফলাইনের ক্ষেত্রে নির্দিষ্ট ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

To the District Magistrate and Collector, District Project Manager Unit, Kanyashree Prakalpa, New Administrative Building, 3rd Floor, Purba Bardhaman-713101

আবেদনের শেষ তারিখ:

১১ নভেম্বর অবধি করা যাবে আবেদন।

নিয়োগ পদ্ধতি:

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

নিয়োগস্থল:

বি.ডি.ও কালনা-১, বি.ডি.ও গলসি-১ ও বি.ডি.ও আউসগ্রাম-১ -র জন্য নিয়োগ করা হচ্ছে।

নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

আবেদন করতে ক্লিক করুন

 

Next Article