DOT Recruitment: স্নাতক পাশেই কেন্দ্রীয় সরকারে লাখ টাকা বেতনের চাকরি, কীভাবে করবেন আবেদন?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 17, 2023 | 9:00 AM

DOT Recruitment: ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনে নিয়োগ করা হচ্ছে। মাসিক বেতন লাখ টাকার আশেপাশে।

DOT Recruitment: স্নাতক পাশেই কেন্দ্রীয় সরকারে লাখ টাকা বেতনের চাকরি, কীভাবে করবেন আবেদন?
প্রতীকী ছবি

Follow Us

সারা দেশের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের জন্য ২৩-র সবথেকে বড় খবর। কেন্দ্রীয় সরকারের একাধিক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা এখনি আবেদন করতে পারেন। ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের (DOT) তরফে ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জেনে নিন।ট

নিয়োগকারী সংস্থা:

ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (Department of Telecommunication)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম:

সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (Sub Divisional Engineer) পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ২৭০ টি পদে নিয়োগ করা হচ্ছে।

নিয়োগস্থল:

সমগ্র দেশেই নিয়োগ করা হচ্ছে। যেমন কলকাতায় মোট ৯ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হচ্ছে। যেখানে নয়া দিল্লিতে মোট ৫২ টি পদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

DOT-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রিক্যাল কমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/টেলি কমিউনিকেশন/ ইনফরমেশন টেকনোলজি / ইনস্ট্রুমেন্টেশনে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে।

বয়সসীমা:

২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

আবেদনমূল্য:

এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না প্রার্থীদের।

নির্বাচন পদ্ধতি:

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন প্রক্রিয়া:

অফলাইনেই করতে হবে আবেদন। প্রার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র পাঠাতে হবে ADG 1 (A&HR), DGT HQ, Room No 212, 2nd Floor, UIDAI Building, Behind Kali Mandir, New Delhi – 110001 এই ঠিকানায়।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ:

২২ ফেব্রুয়ারি অবধি করা যাবে আবেদন।

বেতন:

এই পদে বেতন মিলবে ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট – dot.gov.in

 

 

 

 

Next Article