ESIC Recruitment: মাসিক বেতন ২ লক্ষ টাকা, কেন্দ্রীয় সংস্থার এই চাকরিতে কীভাবে করবেন আবেদন?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 10, 2023 | 9:00 AM

ESIC Recruitment: ESIC কলকাতার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০ মার্চ অবধি করা যাবে আবেদন।

ESIC Recruitment: মাসিক বেতন ২ লক্ষ টাকা, কেন্দ্রীয় সংস্থার এই চাকরিতে কীভাবে করবেন আবেদন?
ফাইল ছবি

Follow Us

রাজ্যে এবার সরকারি চাকরির সুযোগ। এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন কলকাতার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৭৫ টি নিয়োগ করছে এই সরকারি সংস্থা। এই নিয়োগ সম্বন্ধে সব তথ্য বিস্তারিত জেনে নিন-

নিয়োগকারী সংস্থা:

এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন কলকাতা [Employee’s State Insurance Corporation Kolkata (ESIC Kolkata)
]-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

পদের নাম:

প্রফেসর ও অ্য়াসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হচ্ছে।

শূন্যপদের সংখ্যা:

মোট ৭৫ টি পদে নিয়োগ করা হচ্ছে। ৮ টি পদে প্রফেসর, ২০ টি পদে অ্য়াসোসিয়েট প্রফেসর এবং ৪৭ টি পদে অ্য়াসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হচ্ছে

শিক্ষাগত যোগ্যতা:

ESIC-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে MD/ MS/ DNB পাশ করতে হবে প্রার্থীদের।

বয়সসীমা:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৯ বছরের মধ্যে।

আবেদনমূল্য:

এই পদে আবেদনের জন্য SC/ST/ESIC প্রার্থীদের/মহিলা প্রার্থীদের ও প্রাক্তন কর্মীদের কোনও ফি দিতে হবে না। বাকি ক্যাটা

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে

আবেদন পদ্ধতি:

অফলাইনেই করতে হবে আবেদন। এছাড়া ইমেলেও আবেদনপত্র পাঠাতে পারেন প্রার্থীরা

কীভাবে করবেন আবেদন:

স্বাক্ষরিত প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

To The Office of the Dean, ESI-PGIMSR & ESIC Medical College, Joka,Kolkata-700104

ইমেল আইডি:

deanpgi-joka.wb@esic.nic.in

আবেদনের শেষ তারিখ:

২০ মার্চ অবধি করা যাবে আবেদন

বেতন:

প্রফেসর পদে প্রতি মাসে বেতন মিলবে ২,২২,৫৪৩ টাকা

অ্য়াসোসিয়েট প্রফেসর পদে মাসিক বেতন ১,৪৭,৯৮৬ টাকা

অ্য়াসিসট্যান্ট প্রফেসর পদে মাসিক বেতন ১,২৭,১৪১ টাকা।

 

Next Article