Forest Survey of India Recruitment: কলকাতায় কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির সুযোগ, তাড়াতাড়ি করুন আবেদন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 13, 2022 | 2:30 AM

Forest Survey of India Recruitment: ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাসিক বেতন লক্ষাধিক টাকা।

1 / 5
কলকাতা সহ দেশের একাধিক জায়গায় কেন্দ্রীয় সরকারের সংস্থায় নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া (Forest Survey of India)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কলকাতা সহ দেশের একাধিক জায়গায় কেন্দ্রীয় সরকারের সংস্থায় নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া (Forest Survey of India)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

2 / 5
অনলাইনেই করতে হবে আবেদন। তবে কোনও আবেদনমূল্য নেওয়া হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন। এই পদে মাসিক বেতন মিলবে ৮ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা।

অনলাইনেই করতে হবে আবেদন। তবে কোনও আবেদনমূল্য নেওয়া হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন। এই পদে মাসিক বেতন মিলবে ৮ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা।

3 / 5
এক্সিকিউটিভ ডিরেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। আর জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছর। তবে এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের।

এক্সিকিউটিভ ডিরেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। আর জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছর। তবে এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের।

4 / 5
Jr. Overman, T&S Gr-C ও Mining Sirdar T&S Gr-C পদে মাসে বেসিক পে ৩১,৮৫২.৫৬ টাকা। Surveyor, T&S Gr-B পদে মাসিক বেসিক পে ৩৪,৩৯১.৬৫ টাকা।

Jr. Overman, T&S Gr-C ও Mining Sirdar T&S Gr-C পদে মাসে বেসিক পে ৩১,৮৫২.৫৬ টাকা। Surveyor, T&S Gr-B পদে মাসিক বেসিক পে ৩৪,৩৯১.৬৫ টাকা।

5 / 5
ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন ঠিক হয়েছে ১৩ জানুয়ারি। সেদিন Bungalow Office of the CMOH, 11, Dr. P.K. Banerjee Road, Lichubagan, Howrah-711101 (Near Mallikphatak, Between Correctional Home (Jail), & BSNL Office) এই ঠিকানায় সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে পৌঁছে যেতে হবে প্রার্থীদের। বিস্তারিত জানতে  wbhealth.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।

ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন ঠিক হয়েছে ১৩ জানুয়ারি। সেদিন Bungalow Office of the CMOH, 11, Dr. P.K. Banerjee Road, Lichubagan, Howrah-711101 (Near Mallikphatak, Between Correctional Home (Jail), & BSNL Office) এই ঠিকানায় সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে পৌঁছে যেতে হবে প্রার্থীদের। বিস্তারিত জানতে wbhealth.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।

Next Photo Gallery