Recruitment in India Post: বেতন মিলতে পারে ৮১০০০ টাকা বেতন, সরকারি চাকরির বড় সুযোগ

Recruitment in India Post: শুরু হয়েছে পোস্ট অফিসে নিয়োগ। হাতে একমাস সময় আছে, তার মধ্যেই করতে হবে আবেদন। একাধিক পোস্টে এই নিয়োগ হবে। শূন্যপদ প্রায় ১৯০০। কোন পদে কোন যোগ্যতায় মিলবে চাকরি, জেনে নিন সব খুঁটিনাটি তথ্য।

Recruitment in India Post: বেতন মিলতে পারে ৮১০০০ টাকা বেতন, সরকারি চাকরির বড় সুযোগ
পোস্ট অফিস (ফাইল ছবি)Image Credit source: Facebook

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 10, 2023 | 6:49 AM

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ হাতছাড়া করবেন না। নিয়োগ করছে পোস্ট অফিস। ১০ নভেম্বর অর্থাৎ আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়া। ১৮৯৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। কীভাবে, কোথায় আবেদন করবেন, দেখে নিন সব তথ্য-

মোট শূন্যপদ ১৮৯৯

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট– ৫৯৮টি শূন্যপদ

সর্টিং অ্যাসিস্ট্যান্ট- ১৪৩টি শূন্যপদ

পোস্টম্যান- ৫৮৫টি শূন্যপদ

মেল গার্ড- ৩টি শূন্যপদ

মাল্টি টাস্কিং স্টাফ- ৫৭০টি শূন্যপদ

কোন তারিখের মধ্যে আবেদন করতে হবে

অনলাইনে আবেদন করার সময় শুরু হচ্ছে ১০ নভেম্বর।

অনলাইনে আবেদন করার শেষ তারিখ- ৯ ডিসেম্বর

অনলাইনে ফি দেওয়া শেষ তারিখ- ৯ ডিসেম্বর

আবেদনপত্র কারেকশনের জন্য উইন্ডো খোলা থাকবে- ১০ ডিসেম্বরন থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

কোন পদে কত বেতন?

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট- ২৫০০০ থেকে ৮১০০০

সর্টিং অ্যাসিস্ট্যান্ট- ২৫৫০০ থেকে ৮১০০০

পোস্টম্যান- ২১৭০০ থেকে ৬৯১০০

মেল গার্ড- ২১৭০০ থেকে ৬৯১০০

মাল্টি টাস্কিং স্টাফ- ১৮০০০ থেকে ৫৬৯০০

কত বয়স পর্যন্ত করা যাবে আবেদন?

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট- ১৮-২৭

সর্টিং অ্যাসিস্ট্যান্ট- ১৮-২৭

পোস্টম্যান- ১৮-২৭

মেল গার্ড- ১৮-২৭

মাল্টি টাস্কিং স্টাফ- ১৮-২৫

কোন পদের জন্য কী যোগ্যতা?

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট- স্নাতক উত্তীর্ণ হতে হবে।

পোস্টম্যান ও মেল গার্ড- দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

মাল্টি টাস্কিং স্টাফ- দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।