রাজ্যে সরকারি চাকরি প্রার্থীদের মুখে হাসি। কারণ ফের রাজ্য সরকারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিকত। চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ কালিম্পংয়ের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:
চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ কালিম্পং (Chief Medical Officer of Health Kalimpong)
পদের নাম :
অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার, বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টস ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, এলডিসি, কো-অর্ডিনেটর, অডিওলজিস্ট, অডিওমেট্রিক অ্যাসিসট্যান্ট, ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদের সংখ্যা:
৯ টি পদে নিয়োগের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের কালিম্পং
বেতন:
মাসে বেতন মিলবে ১০ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা:
উপরিক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে CA/ ICWA, ডিপ্লোমা, ডিগ্রি, বি.এসসি, ডি.এড, বি.এড, বিই/বি.টেক, স্নাতক, এম.এসসি, এম.কম ও স্নাতকোত্তর ডিপ্লোমা করতে হবে। বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে গিয়ে বিস্তারিত জেনে নিন।
বয়সসীমা :
বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন বয়সসীমা রয়েছে। মোটামুটিভাবে ২১ থেকে ৪০ বছরের প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারেন।
আবেদনমূল্য:
এই শূন্যপদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
ইমেলে আবেদনপত্র পাঠাতে হবে প্রার্থীদের।
ইমেল আইডি:
recruitmentkalimpong@gmail.com
ইমেল পাঠানোর শেষ দিন:
৪ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে ইমেল।
নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন