Kolkata Metro Recruitment: কর্মী নিয়োগ করছে কলকাতা মেট্রো, আবেদনের শেষ তারিখ…

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 16, 2023 | 8:00 AM

Kolkata Metro Recruitment: কলকাতা মেট্রো রেলে অ্য়াসিসট্যান্ট পার্সোনেল অফিসার বা অ্য়াসিসট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Kolkata Metro Recruitment: কর্মী নিয়োগ করছে কলকাতা মেট্রো, আবেদনের শেষ তারিখ...
প্রতীকী ছবি

Follow Us

রাজ্য়ের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। রাজ্যেই কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির সুযোগ। কলকাতা মেট্রোয় নিয়োগ করা হচ্ছে। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ পেয়েছে। অ্য়াসিসট্যান্ট পার্সোনেল অফিসার বা অ্য়াসিসট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা ৩ জুনের মধ্যে অফলাইনে আবেদন করতে পারেন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।

নিয়োগকারী সংস্থা:

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Kolkata Metro Rail Corporation Ltd)

পদের নাম:

অ্য়াসিসট্যান্ট পার্সোনেল অফিসার বা অ্য়াসিসট্যান্ট ম্যানেজার (Assistant Personnel Officer/ Assistant Manager)

শূন্যপদের সংখ্যা:

১ টি

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের কলকাতা

আবেদন পদ্ধতি:

অফলাইনেই করতে হবে আবেদন। নির্দিষ্ট ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Managing Director, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021

বয়সসীমা:

এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনমূল্য:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ:

৩ জুন

বেতন:

মাস গেলে মিলবে ৫৩ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা

এই বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

 

 

Next Article