রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। এই মর্মে কলকাতা পৌর নিগমে তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২৯ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-
নিয়োগকারী সংস্থা:
কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম:
মেডিক্যাল অফিসার (Medical Officer)
মোট শূন্যপদের সংখ্যা:
মোট ২৯ টি পদের জন্য করা হচ্ছে নিয়োগ
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের কলকাতায় করা হচ্ছে নিয়োগ।
বেতন:
প্রতি মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৬২ বছর।
আবেদনমূল্য:
এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের।
নির্বাচন পদ্ধতি:
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের যাচাই করে নির্বাচন করা হবে।
ইন্টারভিউয়ের স্থল:
Room No. 254,2nd Floor, PMU, Kolkata City NUHM Society,5,S.N.Banerjee Road, Kolkata -70001
ইন্টারভিউয়ের তারিখ:
১৫ ফেব্রুয়ারি অবধি করা যাবে আবেদন।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন