MCL Recruitment 2023: মহানদী কোলফিল্ডে নিয়োগের সুযোগ, ইন্টারভিউ ছাড়াই নিয়োগ একাধিক পদে

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 03, 2023 | 8:20 AM

MCL Recruitment 2023: মহানদী কোলফিল্ডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ ছাড়াই নিয়োগ করা হবে একাধিক পদে।

1 / 6
চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। মহানদী কোলফিল্ডস লিমিটেডের (Mahanadi Coalfields Limited) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জুনিয়র ওভারম্যান, মাইনিং সিরদার ও সারভেয়র পদে নিয়োগ করা হচ্ছে এই সংস্থায়।

চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। মহানদী কোলফিল্ডস লিমিটেডের (Mahanadi Coalfields Limited) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জুনিয়র ওভারম্যান, মাইনিং সিরদার ও সারভেয়র পদে নিয়োগ করা হচ্ছে এই সংস্থায়।

2 / 6
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

3 / 6
এক্সিকিউটিভ ডিরেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। আর জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছর। তবে এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের।

এক্সিকিউটিভ ডিরেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। আর জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছর। তবে এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের।

4 / 6
এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের বয়সে মিলবে ছাড়।

এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের বয়সে মিলবে ছাড়।

5 / 6
কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই পদে নিয়োগের জন্য কোনওরকম ইন্টারভিউ দিতে হবে না প্রার্থীদের।

কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই পদে নিয়োগের জন্য কোনওরকম ইন্টারভিউ দিতে হবে না প্রার্থীদের।

6 / 6
Jr. Overman, T&S Gr-C ও Mining Sirdar T&S Gr-C পদে মাসে বেসিক পে ৩১,৮৫২.৫৬ টাকা। Surveyor, T&S Gr-B পদে মাসিক বেসিক পে ৩৪,৩৯১.৬৫ টাকা।

Jr. Overman, T&S Gr-C ও Mining Sirdar T&S Gr-C পদে মাসে বেসিক পে ৩১,৮৫২.৫৬ টাকা। Surveyor, T&S Gr-B পদে মাসিক বেসিক পে ৩৪,৩৯১.৬৫ টাকা।

Next Photo Gallery