Central Government Jobs : মোটা বেতনের লোভনীয় সরকারি চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ ৫ হাজার শূন্যপদে, আজই করুন আবেদন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 29, 2022 | 8:45 AM

Central Government Jobs : কেন্দ্রীয় সরকারের ৫ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ চলছে। কোনও লিখিত পরীক্ষা নয়, মেধার ভিত্তিতেই বেছে নেওয়া হবে চূড়ান্ত প্রার্থীকে।

Central Government Jobs : মোটা বেতনের লোভনীয় সরকারি চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ ৫ হাজার শূন্যপদে, আজই করুন আবেদন
প্রতীকী চিত্র

Follow Us

অনেকেই পড়াশোনা শেষ করে সরকারি চাকরির দিকেই ঝোঁকেন। পড়াশোনার পাশাপাশি সরকারি চাকরির জন্য শুরু হয় প্রস্তুতি। অনেকে তার জন্য বিভিন্ন কোচিং সেন্টারে নিজেদের জ্ঞানও ঝালিয়ে নেন। সেইসব চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের একাধিক পদে চলছে নিয়োগ। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন…

শূন্যপদ :

৫,০১২ টি শূন্যপদে করা হবে নিয়োগ

পদের নাম :

অ্য়াসিসট্যান্ট ম্য়ানেজার

শূন্যপদ :

১১১৬ টি

শিক্ষাগত যোগ্যতা :

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাস করতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

বেতন :

পে লেভেল-৪ অনুযায়ী মাসিক বেতন ৪৫ হাজার টাকা

পদের নাম :

ফিল্ড অফিসার

শূন্যপদ :

৫৪২

শিক্ষাগত যোগ্যতা :

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাস করতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

বেতন :

পে লেভেল-৪ অনুযায়ী মাসিক বেতন ৪৫ হাজার টাকা

পদের নাম :

জুনিয়র সার্ভে অফিসার

শূন্যপদ :

১০১২

শিক্ষাগত যোগ্যতা :

দশম শ্রেণি পাস বা সমসাময়িক কোনও পরীক্ষায় পাস করতে হবে। ট্রেনিং ইনস্টিটিউট থেকে ড্রাফ্টসম্যান (সিভিল) ট্রেডে ন্য়াশনাল কাউন্সিল অব ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। সিভিল ড্রাফ্টসম্যানে আইটিআই পাস করতে হবে।

বেতন :

পে লেভেল-৩ অনুযায়ী মাসিক বেতন ৪০ হাজার টাকা।

পদের নাম :

লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ :

১১৮৪

শিক্ষাগত যোগ্যতা :

কোনও স্বীকৃত বিশ্ববিদ্য়ালয় থেকে প্রার্থীকে দ্বাদশ শ্রেণি পাস করতে হবে।

বেতন :

পে লেভেল ২ অনুযায়ী মাসিক বেতন ৩৫ হাজার টাকা

পদের নাম :

মাল্টি-টাস্ক ওয়ার্কার

শূন্যপদ :

১১৫৮

শিক্ষাগত যোগ্যতা :

কোনও স্বীকৃত বোর্ড থেকে প্রার্থীকে দশম পাস করতে হবে।

বেতন :

পে লেভেল ১ অনুযায়ী মাসিক বেতন ২৮ হাজার টাকা

বয়সসীমা :

এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন মূল্য :

প্রতিটি ক্যাটাগরির প্রার্থীকে ৪৮০ টাকা করে আবেদন ফি দিতে হবে।

নির্বাচন পদ্ধতি :

প্রথমে সব আবেদনপত্রের যাচাই করা হবে। কোনও লিখিত পরীক্ষা হবে না। মেধার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীকে বেছে নেওয়া হবে।

Next Article