Community Health Officer Recruitment : নার্সিং নিয়ে পড়াশোনা! রাজ্য সরকারে রয়েছে দারুণ চাকরির সুযোগ, হাজারেরও বেশি পদে চলছে নিয়োগ

Community Health Officer Recruitment : রাজ্য সরকারে হেলথ অফিসারের একাধিক শূন্যপদে নিয়োগ চলছে। নার্সিং নিয়ে পড়াশোনা করা হলে আবেদন করা যাবে।

Community Health Officer Recruitment : নার্সিং নিয়ে পড়াশোনা! রাজ্য সরকারে রয়েছে দারুণ চাকরির সুযোগ, হাজারেরও বেশি পদে চলছে নিয়োগ
প্রতীকী ছবি

| Edited By: অঙ্কিতা পাল

Jun 20, 2022 | 10:14 AM

উচ্চমাধ্যমিকের পর নার্সিংয়ের পথ বেছে নিয়েছেন! তাহলে রাজ্য সরকারে হাজারেরও বেশি শূন্য পদে এই নিয়োগ আপনার জন্যই। নার্সিং পাশ করা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। ৩০ জুন অবধি করা যাবে আবেদন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন…

নিয়োগকারী সংস্থা :

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর

পদের নাম :

কমিউনিটি হেলথ অফিসার (CHO)

মোট শূন্যপদ :

১২০৩ টি পদে নিয়োগ করা হচ্ছে।

ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ :

SC – ৩৩০ টি
ST – ৯০ টি
OBC (A) – ১৫০ টি
OBC (B) – ১০৫ টি
জেনারেল প্রার্থী – ৪৮৩ টি

শিক্ষাগত যোগ্যতা :

কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে BAMS পাশ করতে হবে প্রার্থীকে।

বেতন :

মাসিক ২০ হাজার টাকা

বয়সসীমা :

২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী, প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

জেনারেল প্রার্থীদের ১০০ টাকা করে ফি দিতে হবে। ST/SC/OBC ক্যাটেগরির প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

নির্বাচনের পদ্ধতি :

প্রথমে সকল আবেদনকারীর আবেদনপত্র যাচাই করা হবে। তারপর কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (Computer Based Test) মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

রেজিস্ট্রেশনের শেষ দিন :

২০ জুন শেষ রেজিস্ট্রেশন করা যাবে

আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ :

২৫ জুন অবধি দেওয়া যাবে আবেদন মূল্য

আবেদনের শেষ তারিখ :

৩০ জুন আবেদন করার শেষ তারিখ

কীভাবে আবেদন করবেন?

যোগ্য প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক – https://www.wbhealth.gov.in

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন