Power Grid Corporation: কেন্দ্রীয় সংস্থায় ৮০০ টি পদে চাকরির সুযোগ, মাসিক বেতন প্রায় ২ লক্ষ টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 18, 2022 | 9:00 AM

Power Grid Corporation: পাওয়ার গ্রিড কর্পোরেশনে ৮০০ পদে নিয়োগ করা হচ্ছে। ১১ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন।

Power Grid Corporation: কেন্দ্রীয় সংস্থায় ৮০০ টি পদে চাকরির সুযোগ, মাসিক বেতন প্রায় ২ লক্ষ টাকা
প্রতীকী ছবি

Follow Us

রাজ্যের চাকরি প্রার্থীদের সামনে কেন্দ্রীয় সরকারের অধীনে কাজের বড় সুযোগ। ভারত সরকারের পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া (Power Grid Corporation of India)

পদের নাম:

ফিল্ড ইঞ্জিনিয়ার বা ফিল্ড সুপারভাইজার পদে করা হবে নিয়োগ।

মোট শূন্যপদের সংখ্যা :

মোট ৮০০ টি পদের জন্য করা হচ্ছে নিয়োগ।

কোন কোন পদে করা হবে নিয়োগ:

ফিল্ড ইঞ্জিনিয়ার- ইলেক্ট্রিক্যাল / ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন/আইটি ও ফিল্ড সুপারভাইজার – ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন পদে করা হচ্ছে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা :

স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে B.E/ B.Tech/B.Sc করতে হবে আবেদনকারীদের।

বয়সসীমা:

২০২২ সালের ১১ ডিসেম্বর অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২৯ বছর। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীরা বয়সের দিক থেকে ছাড় পাবেন।

বেতন:

মাসিক বেতন ২৩ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা।

আবেদন পদ্ধতি:

অনলাইনেই করতে হবে আবেদন।

আবেদনমূল্য:

ফিল্ড ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য ফি দিতে হবে ৪০০ টাকা। আর ফিল্ড সুপারভাইজার পদের জন্য দিতে হবে ৩০০ টাকা।

আবেদনের শুরুর তারিখ:

২১ নভেম্বর থেকে শুরু হবে আবেদন।

আবেদনের শেষ তারিখ:

২০২২ সালের ১১ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন।

নিয়োগ পদ্ধতি:

স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

আবেদন করতে ক্লিক করুন

Next Article